টেকনাফে অপহরণের ৪ দিন পর দুই কৃষক ও এক কিশোর মুক্ত
কক্সবাজারের টেকনাফে দুই কৃষক ও প্রতিবন্ধী এক কিশোরকে অপহরণের চারদিন পর পুলিশের অভিযানের মুখে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। উদ্ধার হওয়া তিনজন হলেন-এলাকার মো. আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আলী (৩২), মো. কালু সওদাগরের ছেলে মোহাম্মদ ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে রাহমত উল্লাহ হন্যায়া মিয়া (১৪)।