জাতিসংঘ সাধারণ পরিষদের আগে ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে ফিলিস্তিনের নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এবং প্যালেস্টিনিয়ান অথরিটি (পিএ)-এর যেসব কর্মকর্তা জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করেছিলেন, তাদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হয়েছে।