দুবাইয়ে ৩০তম গাল ফুড মেলায় সিটি গ্রুপসহ বাংলাদেশের ৪১ প্রতিষ্ঠান
দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে পাঁচদিনের গাল ফুড মেলা। প্রায় ১৩০টি দেশের অংশগ্রহণে এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে দেশীয় ৪১টি প্রতিষ্ঠান ও ৭৩ জন এক্সিবিটর। যার মধ্যে অন্যতম দেশের শীর্ষস্থানীয় কনগ্লোমারেট ও বিশ্বস্ত ভোগ্য পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। কর্মকর্তারা জানান, পণ্যের মাধ্যমে বিশ্বব্যাপী ভোক্তাদের মন জয় করতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি।