সাইবার বুলিং প্রতিরোধে নারীদের নিয়ে ইউনিট গঠনের পরিকল্পনা চলছে: শারমিন এস মুরশিদ
সাইবার বুলিং প্রতিরোধে অল্টারনেটিভ ন্যারেটিভ তৈরি করতে নারীদের নিয়ে ইউনিট গঠনের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ। জাতীয় প্রেসক্লাবে কথা বলো নারীর আয়োজনে সংকট ও সম্ভাবনায় নারীর চোখে বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা নারীকে সেকেন্ডারি ইস্যু হিসেবে না দেখে সামাজিক মাধ্যমে হয়রানির ব্যাপারে যথাযথ পদক্ষেপের দাবি জানান।