আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সাইফুল হক বলেন, ‘নির্বাচনের আগে এমন কোনো এজেন্ডা উত্থাপন করা উচিত নয়, যেখানে রাজনৈতিক দলে বৈরিতা তৈরি হয়। রাজনৈতিক প্রতিযোগিতার নামে বিভেদ তৈরি করলে পরাজিত শক্তি সুযোগ নেবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘নির্বাচন অনিশ্চিত হলে অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে।’
এসময় রাজনৈতিক নেতাদের সব বক্তব্য আমলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা সম্ভব হবে।’