রাতের আঁধারে হাওরে মাটি কাটার মহোৎসব, ক্ষতির মুখে কৃষক
সুনামগঞ্জের হাওর থেকে রাতের আঁধারে দীর্ঘদিন ধরে চলছে অবাধে মাটি কাটার মহোৎসব। প্রভাবশালী মহলের এমন কাজে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। তবে যে চক্রটি হাওরের মাটি অবাধে কাটছে তাদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।