আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেলে কালিহাতির এলেঙ্গা বাজারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাল ও পিকআপ ভ্যান জব্দ করেন প্রশাসন।
জানা যায়, শফিক মিয়া টাঙ্গাইল শহরসহ বিভিন্ন এলাকা থেকে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে কম দামে কিনে সেগুলো এলেঙ্গার ব্যবসায়ী হাবিবসহ বিভিন্ন জনের কাছে বিক্রি করে।
মঙ্গলবার বিকেলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক পালিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি এসে পিকআপভ্যানসহ চাল জব্দ করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন, স্থানীয় চাল ব্যবসায়ী হাবিব মিয়া সপ্তাহে ৫০ থেকে ৬০ পিকআপ কালোবাজারি চাল কিনে সেগুলো বেশি দামে ট্রাকের মাধ্যমে সিলেট, চট্টগ্রাম, সুনামগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিক্রি করেন। হাবিবের সঙ্গে অনেক প্রভাবশালী মহল জড়িত। হাবিবকে গ্রেপ্তার করে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এলাকাবাসী।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক পিকআপসহ সরকারি ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে ব্যবসায়ী হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’