সুনামগঞ্জের হাওর বোরো ফসল ও জীববৈচিত্রের আঁধার। হাওরে প্রতি বছর ধান উৎপাদন হয় প্রায় ২০ কোটি টাকার। তবে, সেই হাওরের বুক চিরে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে মাটি।
মাটি বিক্রি করে অসাধু সিন্ডিকেট চক্র এরইমধ্যে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তবুও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়নি কোন পদক্ষেপ। সংবাদ সংগ্রহে এখন টিভির উপস্থিত টের পেয়ে এক্সক্যাভেটর মেশিন রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক।
জেলার ১৫ টি হাওরে অবাধে মাটি কাটায় কমে যাচ্ছে গোচারণ, বীজতলা ও কৃষি জমি। চলতি বছর হাওরের কৃষকরা ধান কেটে যথাযথ সময় ঘরে তুলতে পারবে কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা।
ভূমি অপরাধ প্রতিকার ও প্রতিরোধ আইনের আওতায় যারা হাওরের মাটি কাটার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আনা হবে বলে জানিয়েছে প্রশাসন।
সুনামগঞ্জের ১৩৭ হাওরে প্রতিবছর প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার ধান উৎপাদন হয়।