শিক্ষার্থী মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুরে ডুবে সাজিদ আবদুল্লাহ নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ (শনিবার, ১৯ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।