সমাবেশে নিহত সাজিদ আবদুল্লাহর সহপাঠী ও শিক্ষার্থীরা বলেন, সবাই একত্রিত হয়েছি, আমার ভাই সাজিদের বিচারের দাবিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অন্যান্য প্রশাসনকে দ্রুত তদন্ত রিপোর্ট দিতে হবে। এতে দেরি হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এছাড়াও শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছি। হরহামেশাই ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে এবং শতভাগ আবাসিকতা, পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনার জোর দাবি জানান তারা।
এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইটি তদন্ত কমিটি গঠন করেছে।