আরব ঐতিহ্যে জায়গা করে নিলো ইয়েমেনের ‘তাবিলা ট্যাঙ্ক’
আরব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিলো ইয়েমেনের প্রাচীন জলধারা ‘তাবিলা ট্যাঙ্ক’। শামসান পর্বতে খোদাই করা প্রাচীন জলাধারটি মূল কাজ ছিল বৃষ্টির পানি সংরক্ষণসহ এডেন শহরকে বন্যা থেকে রক্ষা এবং পানি সরবরাহ নিশ্চিত করা। যা ইয়েমেনের প্রাচীন সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।