নাটোরে সেনা অভিযানে ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক
নাটোরের লালপুরের বিলমাড়িয়া থেকে ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ (বুধবার, ৯ জুলাই) ভোরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় ২৮টি মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড সহ বিভিন্ন মাদকদ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।