সেনাবাহিনীর মিডিয়া সেল ও পুলিশ জানায়, ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে লালপুরের বিলমাড়িয়ার বিভিন্ন গ্রামের প্রতারক চক্ররা নারী ও পুরুষ কণ্ঠে প্রবাসীদের প্রেমের ফাঁদে ফেলে। এরপর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল প্রতারক চক্রটি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্যকে আটক করে সেনাবাহিনী। পরে আটককৃতদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।