১৫ দিনের মধ্যে কমলাপুর স্টেডিয়াম ও প্র্যাকটিস গ্রাউন্ডে টার্ফ বসাবে বাফুফে
আগামী ১৫ দিনের মধ্যে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে নতুন টার্ফ বসাবে বাফুফে। রোববার ফেডারেশনের ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান জানান, ফুটবলারদের ইনজুরির ঝুঁকি কমাতে এবার উন্নতমানের টার্ফ বসানো হবে মাঠে।