১৫ দিনের মধ্যে কমলাপুর স্টেডিয়াম ও প্র্যাকটিস গ্রাউন্ডে টার্ফ বসাবে বাফুফে

দ্রুত কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস
ফুটবল
এখন মাঠে
0

আগামী ১৫ দিনের মধ্যে কমলাপুর স্টেডিয়াম ও বাফুফে সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে নতুন টার্ফ বসাবে বাফুফে। রোববার ফেডারেশনের ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান জানান, ফুটবলারদের ইনজুরির ঝুঁকি কমাতে এবার উন্নতমানের টার্ফ বসানো হবে মাঠে।

ফুটবল নিয়ে দেশের মানুষের ভাবনাতে আসছে পরিবর্তন। যার ফলশ্রুতিতে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থারও বেড়েছে বেশকিছুটা দায়বদ্ধতা। তাই বাফুফের পরিকল্পনাতেও যুক্ত হয়েছে বেশ কিছু সংস্কার কাজও। এ যেমন রাজধানীর বাইরে ফুটবলকে ছড়িয়ে দেয়ার পাশাপাশি মাঠগুলোকেও আন্তর্জাতিক মানের করছে ফেডারেশন।

শুধু ম্যাচ ভেন্যু নয় বাফুফের পাশেই অনুশীলন মাঠেও বসতে যাচ্ছে নতুন টার্ফ। যার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ। জানা যায়, চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে নেদারল্যান্ডস থেকে চলে এসেছে টার্ফ। ছাড়পত্র পেলেই শুরু হবে কাজ।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘সমস্যা হচ্ছে দুটো মাঠই বসে আছে। কেউ খেলতে পারছে না। শিপমেন্ট হয়ে গেছে, এখন আসতে যতদিন লাগে। কাজ করতে আরে বেশিদিন সময় লাগবে না। আমার মনে হয় ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে।’

নতুন টার্ফ বসিয়ে মাঠটিকে বাফুফের এলিট একাডেমির অনুশীলনে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বাফুফের। এছাড়া শুধু এ মাঠটিকেই নয় কমলাপুর স্টেডিয়ামেও বসবে নতুন টার্ফ। তাই ভালো মানের টার্ফ নিয়ে আসছে ফুটবল ফেডারেশন। যা হয়তো কিছুটা স্বস্তির দেশের ফুটবলে। বিশেষ করে নারী ফুটবলে।

গোলাম গাউস বলেন, ‘এ টার্ফের মান ভালো। সম্ভবত এটা নেদারল্যান্ডস থেকে আসছে। আমার মনে হয় ভালো হবে।’

এএইচ