অনলাইনেই ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ
কম্পিউটার ব্যবহার করেন অথচ ফটোশপ কিংবা অ্যাডোবির নাম শোনেননি এমন মানুষ পাওয়া কঠিন। ছবি সম্পাদনার জন্য তৈরি হলেও এই সফটওয়্যারের ব্যবহার আজ বহুমুখী। এতোদিন কম্পিউটারে মূল সফটওয়ার ইন্সটল করেই অ্যাডোবি ফটোশপ চালাতে হতো। তবে ভবিষ্যতের কথা ভেবে ২০১৩ সালে এডোবি সিস্টেমস ইনকর্পোরেটেড ঘোষণা দেয় ভবিষ্যৎ এর ব্যবহারকারীদের আর সফটওয়্যার ইন্সটল করে ফটোশপ ব্যবহার করতে হবেনা। অনলাইনেই ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ।