গাইবান্ধায় মরিচ ও ভুট্টার দাম না পেয়ে বিপাকে চরাঞ্চলের চাষিরা
গাইবান্ধার চরাঞ্চলে চলছে মরিচ ও ভুট্টা উত্তোলন। প্রতিদিনই শত শত টন মরিচ উত্তোলন হলেও মরিচ চাষীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। একই অবস্থা ভুট্টার। দাম না পাওয়ার পেছনে ফসল সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা না থাকাকে দুষছেন চাষিরা।