নওগাঁয় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা
নওগাঁয় অন্য বছরের তুলনায় বেড়েছে সরিষা চাষ। সাথে খেতের পাশে মৌ বক্সে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। এতে একদিকে ফুলের পরাগায়নে বেড়েছে সরিষার ফলন। সাথে মধু সংগ্রহ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে মৌ খামারিরা। চলতি মৌসুমে জেলায় সরিষা ফুল থেকে প্রায় ৩ কোটি টাকার মধু সংগ্রহের আশা কৃষি বিভাগের।