রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলি, শিশু আহত
রাঙামাটির বাঘাইছড়ি উত্তর বঙ্গলতলী এলাকায় আঞ্চলিক সংগঠন সন্তু লারমার জেএসএস ও প্রসীতপন্থি ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রজ্ঞা চাকমা নামের ৫ বছরের এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।