রাঙামাটিতে জেএসএস-ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলি, শিশু আহত

জেএসএস-ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলিতে আহত শিশু
এখন জনপদে
অপরাধ
3

রাঙামাটির বাঘাইছড়ি উত্তর বঙ্গলতলী এলাকায় আঞ্চলিক সংগঠন সন্তু লারমার জেএসএস ও প্রসীতপন্থি ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রজ্ঞা চাকমা নামের ৫ বছরের এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ (শুক্রবার, ৬ জুন) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের শুভরঞ্জন কারবারী পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রজ্ঞা চাকমা ওই এলাকার আয়তন চাকমার সন্তান। এ ঘটনায় প্রতিপক্ষ জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে জেএসএসের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মূলত আধিপত্য বিস্তার নিয়ে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

গোলাগুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউপিডিএফের প্লাটুন কমান্ডার রিপেল চাকমা নিহত ও আরো তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য প্রচার হয়েছে। কিন্তু স্থানীয় পুলিশ ও ইউপিডিএফ বিষয়টি নিশ্চিত করেনি।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘দুই আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীদের মধ্যে থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে এক শিশু পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর আমরা নিশ্চিত হতে পারিনি। পাহাড়ি এলাকা খুবই দুর্গম। ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগে যায়।’

এদিকে গুলিতে এক শিশু আহত হওয়ার ঘটনায় জেএসএসকে দায়ী করে ইউপিডিএফপন্থি চার সংগঠন নিন্দা ও সংঘাত বন্ধের আহবান জানিয়েছে। সংগঠনগুলো হলো পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা সংবাদমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ সকালে বাঘাইছড়ির বঙ্গলতলী শুভ রঞ্জন কারবারী পাড়ায় জেএসএস সশস্ত্র দলের সদস্য কর্তৃক ইউপিডিএফ’র ওপর হামলা করা হলে প্রজ্ঞা চাকমা (৫) নামে এক শিশুর পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, জেএসএস সন্তু গ্রুপের ফ্যাসিস্ট নীতির কারণে অনেক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ নারী-শিশু-বৃদ্ধ প্রাণ হারিয়েছে, আহত হয়ে অনেকে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। এ সংঘাত বন্ধ না করলে আরো অনেক নিরীহ লোকজনের প্রাণহানির সম্ভাবনা রয়েছে।

এএইচ