সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা, আতঙ্কিত বনজীবীরা
নজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। নতুন করে কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। অগ্রিম চাঁদা দিয়ে টোকেন ছাড়া বনে গেলেই নির্যাতন করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। গত চারমাসে সুন্দরবন থেকে ৩০ জনের বেশি জেলেকে অপহরণ করা হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছে বনজীবীরা।