রাঙামাটিতে বৈসাবির বলী খেলা অনুষ্ঠিত
থেমে থেমেই দুই ঢোলীর ঢোলের আওয়াজ বাড়ছে। প্রতিপক্ষকে মাটিতে শুইয়ে দেয়ার প্রাণপণ চেষ্টা উন্মাদনায় রূপ নিচ্ছে। দুরু দুরু বুকে কাঁপন ধরছে প্রিয় বলী হেরে যাওয়ার আশঙ্কায়। গ্যালারিতে মুহুর্মুহু উল্লাসে ফেটে পড়ছেন নানা বয়সী দর্শকেরা। খুশির এ উন্মাদনা যেন ক্ষণিকের জন্য ভুলিয়ে দিয়েছে জীবনের নানা জঞ্জাল!