মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অর্ধশতাধিক দেশে যাচ্ছে কুমিল্লায় তৈরি বাঁশি
বৈশাখী মেলায় বাংলা লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাঁশি। আর এই বাঁশি তৈরির জন্য সুখ্যাতি কুমিল্লা হোমনার শ্রীমদ্দি গ্রামের। দেশের তিনভাগের দুইভাগ চাহিদা পূরণ করছেন এখানকার কারিগররা। বছর জুড়ে এখানকার মানুষের ব্যস্ততা থাকলেও বৈশাখকে ঘিরে দম ফেলার ফুরসত নেই কারিগরদের। শ্রীমদ্দির বাঁশির চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অর্ধশতাধিক দেশে।