বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচে চড়া দামে বিক্রি খাবার, ক্ষুব্ধ দর্শক
বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে গ্যালারিতে চড়া দামে বিক্রি হয়েছে খাবার। দর্শকদের উপচেপড়া ভিড়ে পানি সংকটও দেখা দেয়। অনেক স্টলে আকাশচুম্বী দামেও মিলেনি পানি। দুই ঘণ্টা আগে মাঠে ঢোকা দর্শকরা পানি না পেয়ে খাবার বিক্রির স্টলে ক্ষোভ প্রকাশ করছেন। অতিষ্ঠ গরমেও খাবার পানির সংকট। আবার যেসব স্টলে যা পাওয়া যাচ্ছে, তার জন্যও গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি অর্থ। যে কারণে বাফুফের আয়োজনের দিকে আঙুল তুলেছেন দর্শকরা।