দর্শকরা জানান, তারা ৫০ টাকা করে বিক্রি করছিলো। এখন ক্যামেরা দেখার পর ৪০ টাকা করে বলছে। ৪০ টাকা করে কীভাবে বিক্রি করে, দাম তো ২৫ টাকা।
বিক্রেতারা জানান, বাইরে ২০ টাকা করে বিক্রি করছে। এখান আমাদের অনেক ঝামেলার কারণে আমাদের মালিক যেই দাম বলেছে আমরা সেই দামেই বিক্রি করছি।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে ২০ টাকার চিপস ৫০ টাকা, ৫০ টাকার স্যান্ডউইচ ১৫০ টাকায় বিক্রি হয়েছে দেদারসে। বাংলাদেশের এই ম্যাচের জন্য আকাশচুম্বী দাম রাখা অস্বাভাবিক বলে ক্ষোভ জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকরা। তার উপরের মান নিয়েও আছে প্রশ্ন।
দর্শকরা জানায়, ৩০ টাকার স্যান্ডুইচ ১২০ টাকা, ৪০ টাকার বার্গার ১৫০ টাকা, ২০ টাকার রোল ৬০ টাকা, ছোট এক গ্লাস পানি ১০ টাকা আর বাজারের ৮০/১০০ টাকার পানির বোতল ৩০০ টাকায় বিক্রি করছে। তাও অনেকে পানি পাচ্ছে না।
আরেকজন জানান, বাফুফের এই সিন্ডিকেট ভাঙা উচিত। যেহেতু বাংলাদেশের ফুটবলে নতুন গণজোয়ার এসেছে এটা ধরে রাখার জন্য এই সিন্ডিকেট ভাঙা জরুরি।
দিনশেষে নানা ক্ষোভ আর না পাওয়ার হাজারো গল্পকেও হার মানায় এক হামজা শমিত শোমদের খেলা দেখার উচ্ছ্বাসের সামনে।