সবজির বাদ্যযন্ত্রে ধ্রুপদী সংগীত
গাজর, স্কোয়াশ, লাউ ও কুমড়া দিয়ে বানানো হয়েছে বাদ্যযন্ত্র। শুনতে অবাক লাগলেও সবজি দিয়ে তৈরি এসব বাদ্যযন্ত্র দিয়েই পরিবেশন করা হচ্ছে নানা ধ্রুপ্রদী সঙ্গীত। ইংল্যান্ডের রাস্তায় অভিনব এই বাদ্যযন্ত্র নজর কেড়েছে দর্শনার্থীদের। লন্ডনের একটি উপশহর ইশার। শহরের রাস্তায় সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখছেন এক বাদ্যশিল্পী।