নারায়ণগঞ্জে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ২, চিকিৎসাধীন ৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। আজ (সোমবার, ২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাহেরা আক্তার (৫০)। এর আগে রোববার ভোরে মারা গিয়েছিল তার এক মাস বয়সী নাতি ইমাম উদ্দিন।