অনিরাপদ বাসযাত্রা, ব্যর্থ ‘মহিলা সার্ভিস’
বর্তমান সময়ে এসেও নারীর জন্য বাসযাত্রা অনিরাপদ ও অনিশ্চিত। দিনে কিছুটা স্বস্তি থাকলেও, রাতে হয়রানি ও ভয়ঙ্কর অভিজ্ঞতার ঝুঁকি বাড়ে। এই পরিস্থিতি মোকাবিলায় ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হলেও তা অপ্রতুল ও কার্যকর নয়। অনেক নারী এই সার্ভিসের সময়সূচি ও অস্তিত্ব সম্পর্কেই জানেন না। অন্যদিকে, সাধারণ বাসে অনেক সময়ই সংরক্ষিত আসন দখল করে নেয় পুরুষ যাত্রীরা। পরিবহন ব্যবস্থার নারীবান্ধব সংস্কার সংক্রান্ত বিস্তারিত জানা যাবে আজকের এই প্রতিবেদনে।