১০ দিনের মধ্যে বৈশ্বিক শুল্কনীতি স্থগিতের নির্দেশ মার্কিন ফেডারেল আদালতের
বিশ্বব্যাপী সম্পূরক শুল্কারোপের মাধ্যমে কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ১০ দিনের মধ্যে বৈশ্বিক শুল্কনীতি স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। যদিও রায় ঘোষণার কিছুক্ষণ পরই এর বিরুদ্ধে আপিল করে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, রায়ে সাময়িক স্বস্তি ফিরলেও এতে আরও আগ্রাসী হয়ে উঠতে পারেন ট্রাম্প।