সরকারি এলপিজিতে ‘নয়-ছয়’, দুই কোম্পানিতে দুদকের হানা
এলপি গ্যাস নিয়ে নয়-ছয়ের অভিযোগে সরকারি বোতলজাতকারী দুই কোম্পানিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোম্পানি দুটি হলো- এলপি গ্যাস লিমিটেড ও পরিবেশক কোম্পানি স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল। আজ (মঙ্গলবার, ৬ মে) সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ আলমের নেতৃত্বে অভিযান শুরু হয়।