প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা নগরবাসীর
রাত পোহালেই ঈদ। শেষ সময়ে তাই পরিবার নিয়ে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা যাদের, তাদের মুখে হাসি। কারন ঈদ কাটবে প্রিয়জনদের সাথে। রেল যাত্রায় বিমানবন্দর স্টেশনে প্রায় সব ট্রেন ২০ থেকে ৩০ মিনিট দেরইতে ছেড়ে গেলেও, গত দুই দিনের তুলনা অনেকাংশেই ভিড় কম লক্ষ্য করা গেছে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে।