টিকিট কালোবাজারি বন্ধ করতে আজ (শুক্রবার, ৬ জুন) সকাল থেকেই অভিযান চালায় রেলসচিব। বিনা টিকিটে ভ্রমন না করতে পেরে ফিরে গেছে অনেকেই। তবে শেষ সময়ে হলেও অনলাইনে টিকিট পেয়ে খুশি যাত্রীরা।
অন্যদিকে ঈদুল আজহার আগের দিনের যাত্রায় নৌপথেও ছিল স্বস্তির ছাপ। বিকালে ছাত্রীর চাপ কিছুটা থাকলেও সন্ধ্যার পরে তা ধীরে ধীরে কমতে থাকে।
যাত্রীরা ভাড়া কিংবা লঞ্চ পরিসেবা নিয়ে ভোগান্তির কোন অভিযোগ না করলেও হঠাৎ বৃষ্টি কিছুটা বিপদে ফেলে দিয়েছিল দক্ষিণগামী যাত্রীদের।
তবে লঞ্চ নির্দিষ্ট সময় ছেড়ে না যাওয়ার অভিযোগ করেন কোন কোন যাত্রী। এই যাত্রা আর কয়েক ঘন্টার। সবার প্রত্যাশা ঈদ হবে নিরাপদ।