খুলনার নাছিরপুর খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত, দ্রুতই ব্যবস্থা: জেলা প্রশাসক
খুলনায় কৃষকের ফসল ও বিল-বৈচিত্র্য রক্ষায় নাছিরপুর খালসহ ১০টি জলমহাল দ্রুত উন্মুক্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আজ (সোমবার, ৩০ জুন) ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।