
ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড; ইউরোপের দেশগুলোতে রেড অ্যালার্ট জারি
তীব্র গরমে দর্শনার্থীদের জন্য দু'দিন ধরে বন্ধ আইফেল টাওয়ার। তিন বছর আগে টিকিট কেটেও মিলছে না দর্শন। বন্ধ ফ্রান্সের প্রায় ১৪শ' স্কুলের সবগুলো। চলতি বছর ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করেছে স্পেন ও ইংল্যান্ড। দেশগুলোতে জারি রেড অ্যালার্ট। চলমান দাবদাহের ঝুঁকি থেকে একজন মানুষও মুক্ত নয় বলে সতর্কতা জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

প্রতি মাসেই রেকর্ড ভাঙছে তাপমাত্রার পারদ!
২০২৪ সালে বিশ্বজুড়ে প্রতি মাসেই রেকর্ড ভাঙছে তাপমাত্রার পারদ। উষ্ণ আবহাওয়ার প্রভাবে দেশে দেশে বনাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। এতে পরিবেশে বাড়ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এর পেছনে জলবায়ু পরিবর্তনের মাত্রাতিরিক্ত প্রভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, অচিরেই বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের পরিমাণ কমার কোন লক্ষণ নেই বলেও জানান তারা।

নেদারল্যান্ডসে প্রতিবাদে আটক জলবায়ু কর্মী
জলবায়ু পরিবর্তনে প্রতি বছরই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। ২০২৪ সাল সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড ভাঙতে পারে বলে আভাস দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। চরম আবহাওয়ার মুখোমুখি হতে পারে ইউরোপসহ বিশ্বের প্রায় সব অঞ্চল। এরইমধ্যে অ্যান্টার্কটিকায় গলতে শুরু করেছে বরফ। এদিকে জলবায়ুর পরিবর্তন নিয়ে প্রতিবাদ করতে গিয়ে নেদারল্যান্ডসে গ্রেপ্তার হন গ্রেটা থুনবার্গ।