শহীদ রনি এখনও বেওয়ারিশ; অনুদান তো দূরের কথা স্বীকৃতিও মেলেনি
এক বছর পেরিয়ে গেলেও ‘জুলাই শহীদের’ মর্যাদা পাননি রনি হোসেন। মেলেনি সরকারি কোনো অনুদানও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবার। রনি হোসেন মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দা। পেশায় ছিলেন অটোচালক। দ্রুত এই শহীদের স্বীকৃতিসহ সব সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।