বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৬ শিশু-কিশোর
ভারতের পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশু-কিশোরকে বেনাপোল সীমান্তে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ (মঙ্গলবার, ২৭ মে) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। এসময় সেখানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, উপজেলা সমাজ সেবা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।