বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ৩৬ শিশু-কিশোর

ফেরত আসা ৩৬ শিশু-কিশোর
এখন জনপদে
1

ভারতের পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশু-কিশোরকে বেনাপোল সীমান্তে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ (মঙ্গলবার, ২৭ মে) বিকাল ৫ টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। এসময় সেখানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, উপজেলা সমাজ সেবা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনি সহায়তা দিয়ে তাদের সীমান্ত থেকে গ্রহণ করে জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস ও মানব উদ্ধার শিশু সুরক্ষা নামের ৪টি এনজিও। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।

জানা যায়, পাচারের শিকার ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিমবঙ্গের একটি হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে।

আটকের পর আইনি জটিলতায় অনেককেই দুই থেকে ৮ বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে তারা দেশে ফেরার সুযোগ পায়।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, আজ ৩৬ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএইচ