দিল্লিতে শিলাবৃষ্টিতে নিহত ৬, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট
ভারতের দিল্লিতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছয়জন। এ ছাড়াও ঝড়ের কবলে পড়ে ভয়াবহ টার্বুলেন্সের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। অর্ধশতাধিক ফ্লাইট বিলম্বের পাশাপাশি ১১টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে হয়েছে। রাজধানীতে গরমের প্রকোপ ফিরে আসার সম্ভাবনা থাকলেও আগামী চার দিনের জন্য দক্ষিণের পাঁচ রাজ্যের বেশির ভাগ অঞ্চলে নতুন করে জারি করা হয়েছে সতর্কতা।