ধংসস্তুপে দাঁড়িয়ে লেখা ব্রুক-স্মিথের জুটির মহাকাব্য
টেস্ট ক্রিকেটের তৃতীয় দিনে যখন মাঠজুড়ে ছিলো ভারতীয় আধিপত্যের ছায়া, আর ইংল্যান্ডের ইনিংস পড়ে ছিল ছিন্নভিন্ন হয়ে। ঠিক সেই মুহূর্তে হ্যারি ব্রুক ও জেমি স্মিথ হাতে তুলে নিলেন ব্যাট। এ যেন ছায়ার ভেতর থেকে উঠে আসা আলো, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা দুই তরঙ্গের প্রতিরোধ।