বিদায় নিচ্ছে উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’
৩০ বছর পর বিদায় নিচ্ছে উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটার হ্যাং করলে বা বড় কোনো সমস্যায় পড়লে হঠাৎই নীল রঙের একটি স্ক্রিনের দেখা পেতেন, যেটাকে বলা হতো 'ব্লু স্ক্রিন অব ডেথ'। এবার সেই বিরক্তিকর স্ক্রিনটা সরিয়ে দিচ্ছে মাইক্রোসফট।