বিদায় নিচ্ছে উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’

উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

৩০ বছর পর বিদায় নিচ্ছে উইন্ডোজের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা কম্পিউটার হ্যাং করলে বা বড় কোনো সমস্যায় পড়লে হঠাৎই নীল রঙের একটি স্ক্রিনের দেখা পেতেন, যেটাকে বলা হতো 'ব্লু স্ক্রিন অব ডেথ'। এবার সেই বিরক্তিকর স্ক্রিনটা সরিয়ে দিচ্ছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, এখন থেকে নতুন করে যখন কম্পিউটারে কোন সমস্যা হবে, তখন আর নীল স্ক্রিন দেখা যাবে না। তার বদলে আসবে একটি কালো স্ক্রিন, যা আরও সহজ ও কম বিরক্তিকর হবে। এ নতুন স্ক্রিনে কম্পিউটার রিস্টার্ট হতেও সময় লাগবে কম।

আগামী কয়েক মাসের মধ্যেই উইন্ডোজ ইলেভেনের নতুন সংস্করণেই এই পরিবর্তন আসছে। ব্লু স্ক্রিন প্রথম দেখা গিয়েছিল ১৯৯৩ সালে, যখন উইন্ডোজ এনটি চালু হয়েছিল। তবে এর আগেও ১৯৯০-এর দশকে উইন্ডোজ থ্রি পয়েন্ট ওয়ানে এক ধরনের নীল স্ক্রিন ব্যবহার করা হতো, যেখানে কমান্ড দিয়ে হ্যাং হওয়া প্রোগ্রাম বন্ধ করা যেত। এরপর থেকে এই স্ক্রিনটি বহুবার পরিবর্তন হলেও, রং ও বার্তা ঠিকই ছিল।

এমনকি ২০২১ সালে উইন্ডোজ ইলেভেনে প্রথমবারের মতো কালো স্ক্রিন চালু হয়। এবার সেটাকেই আরও উন্নতভাবে সবার জন্য আনা হচ্ছে।

এএইচ