ঝালকাঠি শহরের শতবর্ষী বড় বাজারে অবকাঠামোগত ঝুঁকি, বর্ষায় ভোগান্তি
ঝালকাঠি শহরের শতবর্ষী বড় বাজারের অবকাঠামো দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। বর্ষার সময়ে নিষ্কাশন ড্রেন বন্ধ থাকায় বাজারের ভিতরে জমে থাকে নোংরা পানি। পুরোনো ছাঁদ থেকে খসে পড়ছে পলেস্তারা, যা দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। এসব ঝুঁকি এবং ভোগান্তির মধ্যেই প্রতিদিনের বেচাকেনা চলছে।