জীবিত থেকেও সরকারি কাগজে মৃত; বয়স্ক ভাতা হারালেন ৯৩ বছরের তারামন বিবি
৯৩ বছর বয়সী তারামন বিবি জীবনের শেষ প্রান্তে এসে যুদ্ধ করছেন এক গভীর অবহেলার বিরুদ্ধে। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী এখনো আশ্রয় নিয়েছেন বিনোদগালা গ্রামের এক কোণে। কিন্তু তার জীবনের সবচেয়ে ন্যায্য অধিকারটুকুও যেন কেড়ে নিয়েছে প্রশাসনিক নিষ্ঠুরতা। সরকারি খাতায় তাকে ‘মৃত’ ঘোষণা করা হয়েছে! আর সেই অজুহাতে বন্ধ করে দেয়া হয়েছে প্রায় দুই দশক ধরে পাওয়া বয়স্ক ভাতা। তারামনের নামে থাকা কার্ডটি বাতিল করে দেয়া হয়েছে অন্য এক ব্যক্তিকে। যেন কাগজে মৃত্যুই এখন বাস্তব, আর বাস্তব জীবন হয়ে উঠেছে অদৃশ্য।