এবার ডেঙ্গুর সঙ্গে চোখ রাঙাচ্ছে চিকুনগুনিয়া; বড় প্রাদুর্ভাবের শঙ্কা
এবার ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া মারাত্মক হারে ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আইইডিসিআর বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ৬০ জন রোগী শনাক্ত হয়েছে চিকুনগুনিয়ায়। ২০১৭ সালের মতো এবারো চিকুনগুনিয়ায় বড় ধরনের প্রাদুর্ভাবের শঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। তবে চিকুনগুনিয়ায় সাধারণত মৃত্যু না হলেও এবার বিশ্বব্যাপী ৪৬ জনের মৃত্যু ভাবাচ্ছে সবাইকে।