পাক-ভারত সংঘাত চীনের সামরিক প্রযুক্তির ‘টেস্টিং গ্রাউন্ড’
নিজেদের সামরিক প্রযুক্তি উন্নয়নে বিলিয়ন ডলার ব্যয় করেছে চীন। গেলো প্রায় চার দশক ধরে কোনো যুদ্ধে না জড়ালেও ভারত–পাকিস্তান সংঘাত চীনের সামরিক প্রযুক্তি পরীক্ষার জন্য পরিণত হয়েছে টেস্টিং গ্রাউন্ডে। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে নিজেদের সামরিক শক্তির পরীক্ষা করছে বেইজিং।