চুয়াডাঙ্গায় ব্যবহার অনুপযোগী কোটি টাকার শোধনাগার, বিশুদ্ধ পানির সংকট
৭ বছর আগে চুয়াডাঙ্গা পৌরসভায় ভূ-গর্ভস্থ পানি শোধনাগারের উদ্বোধন হলেও পানি সরবরাহ সম্ভব হয়নি। ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শোধনাগারটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে পৌর এলাকার নাগরিকরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন বছরের পর বছর। পৌর কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটে শোধনাগারটি চালু রাখা সম্ভব হয়নি।