ভুট্টা চাষের জন্য বীজ পাচ্ছেন না বগুড়ার কৃষক
পুরোদমে ভুট্টা চাষ শুরু হলেও এখনো বাজারে পরিবেশকদের হাতে বীজ পৌঁছাতে পারেনি বিএডিসি। বাজারে একক আধিপত্য করেছে বিদেশি বিভিন্ন বীজ কোম্পানি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চর রসুলপুর। চাষ দিয়ে জমি তৈরির কাজ পুরোপুরি শেষ। রসুলপুরের মতো এখন তিস্তা-ঘাঘট ও যমুনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরে ভুট্টার বীজ রোপনে ব্যস্ত চরবাসী। পাশের জেলা বগুড়াতেও পড়েছে ভুট্টা চাষের ধুম।