কক্সবাজারে গোপনে চাষ হচ্ছে ‘ভেনামি চিংড়ি’
কক্সবাজারে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে চাষ হচ্ছে ভেনামি চিংড়ির পোনা। কক্সবাজারের কলাতলী থেকে ইনানী পর্যন্ত গড়ে উঠেছে অনেক চিংড়ি হ্যাচারি। এতে রাজস্ব হারানোর পাশাপাশি হুমকিতে পড়েছেন বৈধ হ্যাচারি শিল্প ও সাধারণ খামারিরা। দেশে ভেনামি চিংড়ির পোনা উৎপাদনের অনুমতি আছে শুধু কক্সবাজারের নিরিবিলি ও খুলনার দেশ বাংলা হ্যাচারির।