ফরিদপুরে মধুমতিতে কুমিরের আতঙ্ক; নদীপাড়ের বাসিন্দারা নিরাপত্তাহীন
ফরিদপুরে মধুমতি নদীর পানি বাড়ার পরে কুমিরের আতঙ্কে ভুগছেন নদীপাড়ের বাসিন্দারা। গত বছরের পর এ বছর ফের কুমিরের দেখা মেলায় আতঙ্কিত স্থানীয়রা। কুমিরের ভয়ে অনেক মৎস্যজীবী নদীতে জাল ফেলছেন না। আবার অনেকে বন্ধ করেছেন নদী পাড়ে পশুপালন।