গত বছরের মতো এবছরও ফরিদপুরের মধুমতি নদীতে দেখা মিলেছে কুমিরের। গত সপ্তাহের শুরুতেই আলফাডাঙ্গার বাজরা এলাকায় মধুমতি নদীতে দেখা মেলে কুমিরটির।
এর দুই থেকে তিন দিন পর আরেকটি কুমির দেখা যায় বোয়ালমারি ও মোহাম্মদপুর সীমান্ত এলাকার মধুমতি নদীতে। অনেকেই বলছেন এক কুমিরকেই দেখা গেছে দু’স্থানে। তবে এরপর আর কুমিরের দেখা পায়নি স্থানীয়রা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, সুন্দরবনের পানির চাপ বেশি হওয়াতে সেখান থেকে কুমির ভেসে এসেছে। খেয়া ঘাটের অনেক মাঝিই কুমিরটিকে দেখেছেন।
আরও পড়ুন:
বড় আকৃতির কুমির দেখে আতঙ্কিত নদী পাড়ের মানুষ ও জেলে সম্প্রদায়। অনেকেই বন্ধ করে দিয়েছেন নদীর পাড়ে গৃহপালিত পশুপালন । অনেকে মাছ ধরতে নামছেন না নদীতে।
এদিকে কুমিরের বিষয়ে অবগত আছেন বলে জানান গোপালপুরের ইউপি চেয়ারম্যান। জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
ফরিদপুর আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিকদার অহিদুজ্জামান বলেন, ‘এলাকার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিরের ছবি দেখেছে, এতে তারা আরও আতঙ্কিত হয়ে আছেন। তারা পানিতে নামতে ভয় পাচ্ছে। এলাকায় মুখে মুখে আরও প্রচলিত হয়ে গেছে বিষয়টি।’
মধুমতি নদীতে কুমির ভেসে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায়, নদী পাড়ের বাসিন্দাদের ভয় আরও বেড়েছে।